আমাদের এই অপরূপ বাংলায় এমন অনেক জায়গা আছে যে জায়গা গুলো অনেকেরই দেখা হয়নি এমন কি ঐ জায়গাগুলো সম্পর্কে অনেকের কোন ধারনাই নেই। সেই জায়গাগুলো কে জানা এবং যে জায়গাগুলো সম্পর্কে জানি কিন্তু এখনও যাওয়া হয়নি সেই স্থান গুলো সম্পর্কে ধারনা দেওয়াই হচ্ছে এই ব্লগের উদ্দেশ্য।
আমরা টাকা খরচ করে একটু বিনোদনের জন্য অনেক কিছু করে থাকি যার বেশীর ভাগই ক্ষনস্থায়ী। কিন্তু একটি দর্শনীয় জায়গায় ভ্রমন করলে বা সে জায়গা সম্পর্কে জানলে সেটাতে আমাদের জ্ঞান এর পরিধি অনেক বৃদ্ধি পায়। শিশুদেরকে বিভিন্ন জায়গা সম্পর্কে জ্ঞান দেওয়া খুবই প্রয়োজন। একটা শিশু যখন বুঝতে শিখে তখন তার মনে রাখার শক্তি অনেক বেশী থাকে । সে বিভিন্ন সুন্দর এবং শিক্ষনীয় স্থান ভ্রমন করলে এবং সে স্থান সম্পর্কে জানলে তার মস্তিস্কে সেটা স্থায়ী ভবে থেকে যায় । আমরা সপ্তাহের প্রায় প্রতিটি দিনই কোন না কোন কাজে ব্যস্ত থাকি এবং এভাবে কাজ করতে করতে আমাদের একসময় কাজের প্রতি আকর্ষন হারিয়ে ফেলি। এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষতি সাধন করে । আমরা যদি একটু সময় করে পরিবারের সবােই মিলে বছরের কোন একসময় সুন্দর একটি স্থান ভ্রমন করি তাহলে মানষিক এবং শারীরিক ভাবে আমরা কিছুটা হলেও সুস্থ থাকি এবং কাজ করার স্পৃহা বেড়ে যায়। এতে করে যে কোন কাজে সফল হওয়ার সম্ভাবনা বেশী থাকে।
আমাদের বাংলাদেশে অনেক সুন্দর ও আকর্ষনীয় জায়গা আছে যা আমাদের অনেকেরই দেখা বা জানা হয়নি। আমরা জানি না কত চোখ জুরানো জায়গা লুকিয়ে আছে আমাদের বাংলা মায়ের কোলে। আমাদের মধ্যে অনেকেই গ্রাম দেখেনি অথবা এমন অনেক শহরের নতুন প্রজন্ম আছে যারা গ্রাম কি জিনিস তা ই জানে না । গ্রামের চোখ জুরানো সবুজ প্রান্তর, গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরেলা নদী, বাড়ীর উঠনে বিকেল বেলা সবাই মিলে গল্প, খোলা আকাশ, পাহাড় ইত্যাদি অনেকেরই দেখা হয়নি। দেখা হয়নি ১০০-২০০ বছর আগের রাজা জমিদারদের রেখে যাওয়া নিদর্শন, দেখা হয়নি আকাশ, পাহার ও নদীর মিলন মেলা।
হ্যা, আমরা এই ব্লগের মাধ্যমে এগুলো সম্পর্কে জানবো এবং সময় পেলেই ঘুরে আসবো সেই জায়গা গুলো থেকে। দেখে আসবো মানুষ এবং প্রকৃতির রেখে যাওয়া বিভিন্ন কীর্তি।
0 Comments